পরমাণু ইমারত-----(নয় শব্দ)
১ ..ভাবনা
ব্যর্থতার আশঙ্কাতেই. আসে ব্যর্থতা
বিজয়ী ভাবো সর্বদা ,আসবে সফলতা।
২. বিশ্বাস
-----
বিজয়ী হবার বিশ্বাসই হোক শপথ
আত্মবিশ্বাসই যে উন্নতির পথ।
৩..জ্ঞান
-----
অজ্ঞতা যেখানে, আত্মবিশ্বাস মূল্যহীন !
জ্ঞানের আলোই আনে সুদিন।
৪..সফলতা
-------
লক্ষ্যপূরণই সফলতা ,কিন্তু
উপলব্ধির আপেক্ষিকতায় সেখানেও ভিন্নতা ।
৫..চাবিকাঠি
-------
সফল হতে চাই একাগ্রতা, নিষ্ঠা।
অধ্যাবসায়েই আসবে প্রতিষ্ঠা।