রিসেসন(Recession)
রিসেসন কারে কয় , অতশত বুঝি নাকি?
তবে এইটুহু কইতে পারি যে আগেই ভালো ছেলাম।
আলগা ফুটানি ছেলো না ;ঘরে টিভি-ঠিবি ছেলো না,
মোবাইল ছেলো না... ঠিকই, তবে ঐ ' ই.এম.আই'
না কি কয় হেইয়ার ডর থিকা তো নিশ্চিন্তে ছেলাম...।
'বর্ণ পরিচয়ে' লেখা অক্ষরগুলি কিভাবে
আঁকতি হয় তা শেখাইছো তোমরা.....
ইংরাজি শিখানোর লাইগ্যা ঐ প্রশ্নের মইধ্যে
কতগুলান খোপ খোপ কইরি রাখ্ছিলা ..
হেইডার মধ্যে যেরম মনে হইছেলো টিক্ দিছিলাম,
আর তাতেই তোমরা আমায় এইট কেলাসে ওঠাইয়া দিসিলা।
ঐয়ারেই নাকি সর্ব শিক্ষা মিশন না কি জানি একটা কয়....
তয় ,রিসেসন কারে কয় অতশত বুঝা কী সম্ভব আমার দ্বারা?
তবে কি জান , নিজের নামডা আর বাবার নামডা ল্যাখতে শিখসি।
মনে আছে, লোন কইরা যখন ঘি খাইতে কইছিলা ......
ভাবজিলাম আচ্ছে দিন আইতাসে....আর কোন চিন্তাই থাকবো না।
কিন্তু আখেরে হইলোডা কি ... অখোন ই.এম.আই দুমু না কি
প্যাট খারাপের চিকিৎসা ক্যরাইমু .... ঘি কি আমাগো সইহ্য হয়?
ওদিকে কাম কাইজ পাওন আর আগের মতো নাই গো....
ভাইডারে কত কষ্ট ক্যইরা পড়াইলাম....কাজ পাইতাসে না...
হেয়াও নাকি ঐ রিসেসনের লাইগ্যা..না পড়াইলেই কী ভালো ছেলো ???
দুঃখ্যের কথা কারে যে জানাই কে জানে ....।।