স্বাদের তৃপ্তিসাধনকল্পে অবিশ্রান্ত মহাকর্মযজ্ঞে স্বীকৃতির অবদান স্বরূপ
পঞ্চ ইন্দ্রিয়ের একজন হিসেবে এলিট ক্লাসে ঢুকিয়েছো আমায়...সে ভালো কথা ;
কিন্তু নিশিদিন ঐ হিংস্র দাঁতগুলির অতন্দ্র প্রহরায় আমায় কেন রেখেছো , বলবে...?
জন্ম হতে আজ পর্যন্ত প্রতিটি অসতর্কতায় আমায় রক্তাক্ত করেছো......
শুশ্রূষা? প্রতিবার নিজেই নিজের শুশ্রূষা করেছি, কান্না আড়াল করে....।
প্রতিটি ভুলের জন্যে শাস্তি দিয়েছো,আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে.....;
.অন্যদের তবু ক্ষণিকের অবসর মেলে ..কিন্তু আমার!
কিন্তু,কেন এই বিভাজন !... কেন এই ভালোবাসাহীন অস্তিত্বের বন্ধন রক্ষার অভিনয় !
২০.০১ .২০২০