বহু কষ্টার্জিত স্বাধীনতা প্রাপ্তির সুখানুভুতি...
সাতটি রঙে রাঙানো মুক্তির সূর্যালোকরশ্মী...
এসবই ছিল গানের লিরিক...
সংবিধান রচনা ছিল তার সুর ...আর
গণতন্ত্র প্রতিষ্ঠা ই হল সম্পূর্ণ গান...।
কিন্তু,সেই পুরো গানটা কবে শোনাতে পারবে,বলবে?
মুক্তির আলোয় উদ্ভাসিত যে সাতটি রঙের
কিরণ-ছটা আমাদের দিয়েছো, পরমপিতা....
তাকে কি ভাগ করে নিতে বলেছো ?
সাতটি রঙের একেকটা রঙ এক এক দলের ব্র্যান্ড...
আজ নাগরিকের পরিচয় শুধু রঙ দিয়ে...
রাজা আসে রাজা যায় দেয়ালের রঙটাই শুধু যা বদলে যায়!
কাল প্রজাতন্ত্র দিবস! কাল আবার শপথ নেব সবাই গণতন্ত্র রক্ষার....
কিন্তু, পুরো গানটা যে কবে শুনবো কে জানে.....!
25.01.2020