কতশত  বীর শহীদের রক্তের
বিনিময়ে  তোমায় পেয়েছি স্বাধীনতা...
অনেক  আশা  ছিল মনে ...
তোমার থেকেই   শুনবো ...
সমতা র গান,স্বাচ্ছন্দ্যে র গান,সৌহার্দ্য র গান,
মানবাধিকার  ফিরে পাওয়া মানুষের  তৃপ্তির গান.. ।

কিন্তু তুমি কথা রাখো নি স্বাধীনতা....
পঁচাত্তর বছর ধরে শুধু অপেক্ষাই করে গেছি..
বিশ্বাসে ভর করে শুধু অপেক্ষার পর অপেক্ষা...
এই করেই কেটে যায় কত বেলা...

বিনিময়ে কি দিলে তুমি স্বাধীনতা!!
হ্যাঁ ,দিয়েছো .....সাক্ষীগোপাল গণতন্ত্র,
নতুন নতুন রাজা সৃষ্টির যন্ত্র-- এক  প্রজাতন্ত্র,
সিদ্ধান্ত গ্ৰহনে সদা  সংশয়বাদী বিচার ব্যবস্থা,
যুযুধান জ্ঞাতি সম্পর্কে স্নাত যুক্তরাষ্ট্রীয় কাঠামো
আর 'অহম্ অষ্মি ' একদল শাসককূল..।


বিনিময়ে কি দিলে তুমি স্বাধীনতা!!
ইকুইটি এবং ইকোয়ালিটি  এই দুটি
শব্দার্থের বিভাজন না রেখে আপলিফ্টমেন্ট;
.শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে
নিরবিচ্ছিন্ন তোষামোদীতে মদত প্রদান..;
সংবিধানে উল্লিখিত 'নির্দেশ মূলক নীতি'র
ছদ্ম-অস্তিত্বের অনুমোদন.....;
ধর্ম নিরপেক্ষতা র বর্ম পরে
ধর্ম নিয়েই শ্রেণিবিভাজন জারি রাখা...;
'

বিনিময়ে কি দিলে তুমি স্বাধীনতা!!
মাৎস ন্যায়ের ধ্বজাধারী অমানবিক শাসক;
ছিঁটেফোঁটাতেই খুশী কঠিন ত্বকযুক্ত
শাসক- নেওটা আমলাকূল....;
-মানবতাবাদীর ভেক ধরে  ধামাধরা সুশীল সমাজ;
বিহঙ্গ হয়ে অনেক উঁচুতে ওড়ার
ক্ষমতা থাকলেও পতঙ্গের মত সীমাবদ্ধ
উড্ডীন মেনে নেওয়া যুবসমাজ.....
বিত্তহীন, স্বপ্নাহত,মানসিক ভাবে পঙ্গু,
করে দেওয়া একদল শোষিত অসহায় মেহনতি মানুষ...
আরও কত  কি যে আছে.....
সব গুছিয়ে বলতে পারি না যে....!!

কিন্তু,এত গ্লানি নিয়ে ,নীল অভিমানে পুড়ে
পোষাকি আদর্শ হয়ে  .....আর কতদিন?
অতীত ভাঙিয়েই আর কত দিন?
বল না,
আর  কত গ্লানি  শেষে  নিজে থেকেই
জ্বলে উঠবে তুমি একদিন স্বাধীনতা......!!
১৩.৮.২০২১