আমার ব্যর্থ প্রেমের ইতিহাস....
কতবার যে তুমি জানতে চেয়েছো..
প্রতিবারই , চুপ মেরে যাই.…...কথা ঘোরাই.. ....
নয়ত অন্য  কোন এ্য।কটিং..!!
তবে মাঝে মাঝে মনে হয়....
কিন্তু কেন ? এত গোপনীয়তা কেন?
বললে কি হবে?
আরে বাবা, ব্যর্থ প্রেমিক বলে
নিজেকে  লজ্জিত তো ভাবিনি কখনও
নিঃশেষিত  ভেবেছি -- তাও নয় ....।
হ্যা, দুঃখ পেয়েছিলাম ...অভিমানও হয়েছিল খুব...
কিন্তু সে অভিমান অহংবোধকে  জাগিয়ে ছিল...
অমূল্য ভালোবাসাকে যত্মসহকারে
ভবিষ্যতের  জন্যে সঞ্চিত রাখার শিক্ষা দিয়েছিল...
সমাজের কাছে ,নিজের কাছে, নিজেকে
যোগ্য প্রমাণ করার অনুভুতিকে জাগ্ৰত করেছিল...
কাউকে যেন দুঃখ না দিই ,সে শিক্ষা দিয়েছিল ....।
বিশ্বাস কর,আমাকে কেউ ফিরিয়ে দিয়েছে বলে...
দুনিয়ার প্রতি আমি নারাজ আছি  ,তা নয়.....
ভালোবাসার পবিত্রতা  দিয়েছে সহনশীলতার শিক্ষা...
সমাজবদ্ধতা দিয়েছে  উদারতার  দীক্ষা ...
মানুষের আশীর্বাদ আমায় তোমার সাথে মিলিয়েছে
তোমার নিবিড় ভালোবাসা আমায়  আশ্রয়  দিয়েছে।

ব্যর্থ প্রেমের গল্প তো প্রকাশিত হতেই পারে....!!
26.7.2021