বৈশাখী মেঘেরে আজ আর ডরাই নে ...
ঝড় এলে ... শাঁখে  ফুঁ-উ-উ ও দিই না আর...
কি হবে দিয়ে ....পাপড়ি ঝড়া  কি আর পারব ঠেকাতে..?
চোখের সামনে এক টার পর একটা খুঁটি উপড়ে পরবে....।

অচেতন অসহায়  মানুষের ফুসফুস আজ কীটাণুর দখলে....
বিজাণু গণিতে মানুষের পায়ে ফোঁটে মানুষের ই ফেলে যাওয়া কাঁটা....
.কি জানি,. অতিমারী র দুঃসহ আঘাতে যদি  অস্তিত্ত্ব ই   হয়  সংজ্ঞাহীন...
আশঙ্কায়   প্রহর গোনে  মানুষ .... কবে আসবে সূ্র্যিত  আলোর দিন।

চারদিকে  ছিদ্রহীন , দ্যোতনায় পূর্ণ অদ্ভুত আঁধার .. আমি ডরাই গো,
আমি ডরাই ...নিষ্পাপ মানুষের উনুনে ,ভাতের হাড়ির বেকারত্ব রে ....
আমি  ডরাই ....রিলিফের লাইনে  ধৈর্য হারার উন্মত্ততাকে .......
আমি ডরাই  , তাদেরকে ,যাঁরা জন্ম ই  চায় না .... কিসের মৃত্যু ভয়!


দেখ,আমি জানি ,রিলিফের চাল চুরি আমি ঠেকাতে পারব না .....
জীর্ণ, অসহায় ,নিরন্ন মানুষের রোষ আমি ঠেকাতে পারব না....
তবে ,পথ চেয়ে বসে থাকব .....নতুন  এক  রাষ্ট্রবিপ্লবের সূচনার ....
তারপরেই   আসবে নতুন প্রভাত....প্রগতি র  গতি  যে রুদ্ধ  হতে পারে  না!