অরণ্য আজ শীর্ণকায়া
ফুসফুস জীর্ণ।
পৃথিবী উষ্ণতর
ঋতু বৈচিত্র্য দীর্ণ।

ওজোন স্তর  ছিদ্র করে
বর্ম পড়ে  ঘোর ।
বিষ বায়ূতে  মারণ বার্তা
তবুও অস্থি ভেঙ্গে অস্ত্র গড়।

টাওয়ার দেখে পালায়  চড়ুই
দোয়েল কেঁদে  মরে ...
স্বার্থ খুঁজে তাড়ালে সবারে
মিথ্যে অহংকারে।

উজার  কর বনভূমি
ভাব,দাবানলে ই বাজিমাত।
বিশ্বব্যাপী করোনাতে
তুমি   নিজেই আজ কুপোকাত।

রূষ্ট  প্রকৃতি   শান্ত হবেই
এ  বিশ্বাসে ভরা চিত্ত।
হাহাকার নয় , চল মানুষ হই
সেটাই প্রায়শ্চিত্ত।।           (২৪.৪.২০২০ @)