দিশাহীন অনুশাসনে জ্ঞানান্বেষণের ব্যবস্থা
তবুও প্রথাগত শিখনেই সকলের আস্থা...
পরখ করি নৈতিকতার দুঃসহ যন্ত্রণার স্বাদ
মুখোমুখি বাস্তবতার অহংফাঁদ....
জীবিকার অনিশ্চয়তা, বিমর্ষ মন...
বিকেলের সূর্যের ন্যায় সংকল্পের অবনমন...
ট্রাজিক মনে ... কল্পনাতেও আজ সংশয় !
উদ্যমে অস্পষ্টতা শূন্য দুপুরের ন্যায়..।
.
হারাই ..... সঞ্চিত যত স্বপ্ন,প্রতিদিন হারাই
নিশীথের আলোয় কিভাবে তা আর খুঁজে পাই ....
নির্বানের পথেই কি পাব জীবনের জয়? ..
কিন্তু,নির্বাণ তো আর অত সহজ নয়...
প্রভুর প্রার্থনাতেই আসুক শান্তি,
তবে,জ্ঞানের স্পৃহায় যেন না আসে ক্লান্তি.।
১৫.৯.২০২১