জীবন মানে সীমাহীন চাওয়ার মাঝে ...
অনেক না পাওয়ার আক্ষেপ ...।
চাওয়া –কে তো বাঁধতে পার নি সীমার মাঝে ...
‘পাওয়া’কে-ই সীমায় বেঁধে রেখো ।
জীবন মানে সুখ –তৃষ্ণা নিবৃত্তির আকণ্ঠ অভীপ্সা ...
দুঃখ-শোকের কঠিন বাস্তবের স্পর্শগ্রহন ...।
দুঃখ যেথা সুখের –ই আপেক্ষিকতায় নিয়ন্ত্রিত ...
দুঃখ ভুলে ,সুখ -কে-ই আঁচলে বেঁধে রেখো ।
জীবন মানে নিজেকে প্রকাশিত করার অদম্য প্রয়াস ...
অপ্রকাশিত থাকার অভিমান,অভিনয়ের আড়ালে ঢেকে রেখো।
রাতের তাঁরা –রা দিনের আলোয় তো অপ্রকাশিত –ই থাকে ...
উদার সময় দু – হাত বাড়ায় ...আবার তাঁরা –রা ওঠে ।
জীবন মানে ভুলের মাশুল গোনার পরে... আত্মোপলব্ধী্,
শুধরে নেবার শপথ নিয়ে –ও ...ভুলের –ই পুনরাবৃত্তি ।
ভুল-কে ভেব শ্যাওলার মত ...জীবন –কে নদী...
স্রোতস্বিনী নদীর বুকে শ্যাওলা জমে কই?
.................................