ফেলে আসা পথের ধুলো জমিয়ে
রেখেছি ঘরের কোণে আজ –ও ......
ওরা আমার অনেক লড়াইয়ের সাথী ......
আশা –নিরাশার সাপ –লুডো খেলার দর্শক ......
স্বপ্ন –সফলতায় নিদারুন উচ্ছাসের সাক্ষী ......
কত শত স্বপ্ন – মৃত্যু শেষে নীরব শ্মশান যাত্রী ।
ওরা জানে ,তবু প্রকাশ করেনি ......
গোপন প্রেমের বাঁধভাঙা আবেগে অব্যক্ত কাব্য মঞ্জরীর কথা ...
গোধূলি বেলায় নিস্তব্ধ নদীতীরে প্রথম হাতে হাত রাখা ......
ওরা সাক্ষী ছিল , তবু প্রকাশ করেনি ......
ব্যর্থ প্রেমের নগ্ন নিশীথে বালিশে ভেজা কান্না ......
রাত্রি শেষে নতুন ভোরে বজ্র কঠিন শপথের ...।
দাবীহীন ওরা ঘরের এক কোণে স্মৃতি নিয়েই শুধু থাকে ...
‘মাটি থেকে শ্বেতপাথরে’ র উত্তরণের ছবি আঁকে ......
‘বেমানান ওরা ‘ বোলো না কভু,মিনতি করি সবারে...
ওরা যে জানে, ওরাই শুধু জানে......
এক হারিকেন, পড়ুয়া যে তিন, আক্ষেপহীন পড়া ......
সুতোর জাদুতে একটি ডিমে – ই চারজনে খাওয়া সারা ।।