পোশাকে ঢেকে দিয়েছ আমার সারা দেহ
কিন্তু , মনে পোশাক পড়ালে কই ?
মনের উন্মুক্ততা যদি ‘ প্রতিবাদ’কে আলিঙ্গন করে...
নতুন ভোর- কে কিন্তু স্বাগত জানি –ও ।
নির্বাকের অভিনয় করতে বলেছ আমায়
কিন্তু,অন্তরাত্মার অস্ফুট ক্রন্দন বন্ধ করতে তো বল নি ...
চাপা অভিমানের কম্পন যদি চারিদিকে অনুরণিত হয় ...
সভ্যতা বিবর্তনের পথ কিন্তু হবে মসৃণতর...।
রক্তচক্ষুর মোড়কে স্বাধীনতা দিয়েছ আমায়
কিন্তু,সুপ্ত তেজ –কে তো উপড়ে ফেল –নি ...
মেঘের পরে মেঘ জমে... আঁধার ঘনায় ...বৃষ্টি নামে অবশেষে ...
প্রতিটি বৃষ্টির ফোঁটা কিন্তু নতুন সৃষ্টির দিশারী।
তুমি বরং, আমাকে আমার মত করে –ই বাঁচতে দাও ...
লেখনীতে নয়, বাস্তবিক স্বাধীন মত প্রকাশের অধিকার দাও ...
রক্তচক্ষুর শৃঙ্খলা নয়...মানবতাময় মানব শৃঙ্খল গঠনের অধিকার দাও ...
তোষণহীন ,প্রতিহিংসাহীন এক সুশীল সমাজ গড়ে তোল ।।