কুঁড়ি থেকে ফুল হয়ে ওঠার বিবর্তনে
সাক্ষী রব না আর ...
দূর থেকে-ই নেব ফুলের সুবাস...
বাস্তব রবে শুধু স্মৃতিতে ...
কাল থেকে যে আমার অবসর ...।
খুশীতে উদ্বেল নিস্পাপ শিশুদের কলরব ...
কচি-কাঁচাদের জনগন তানে মুখরিত ধ্বনির নিঃশ্বাস...
আমার হৃদয় বলয়ে আছড়ে পড়বে বারবার ...
চোখ মুদে, সে সুখানুভূতির স্বাদ নেব আজীবন...
অবসর হারিয়ে যাবে স্মৃতি- রোমন্থনের কর্মচঞ্চলতায় ...
অতীতকে - ও ঠাঁই দেবে আমার ভবিষ্যতের বর্তমান ...,
কেঁদো না কেউ তোমরা, আমার অবসরের আনুষ্ঠানিকতায় ।।