ইচ্ছে ডানায় উড়তে মানা …
জীবন গড়ার শপথে ।
জ্ঞান – বুদ্ধি র দখলদারি ...
সফলতা - প্রয়োগে ।
বয়ঃসন্ধির হাঁস –ফাঁসানি...
সময় নিয়ে ছিনিমিনি ...’
“জীবন –গড়ায়” সময় দামী ,
পূর্ণতায় বুঝবে তুমি।
যৌবন যখন স্বপ্ন –মদির ...
যুক্তি অল্প , আবেগ দামী ।
লক্ষ্যে অটল, হও আগুয়ান...
আত্মনির্ভরতাই রত্ন - মনি।
খুশীর ঢেউয়ে ভাসুক জীবন...
নৈতিকতার হাত ধরে ,
সফলতার প্রদীপ জ্বালো ...
আত্মমর্যাদার পথ ধরে।।