মুক্ত প্রানের দুয়ার খুঁজি
কল্পলোকে নিশীদিন ...
পরাধীনতার পোশাক বদল
বাস্তব যে স্বাধীনতাহীন ।
ধর্ম অন্তরে দেশ বিভাজন
মায়ের আঁচল কাটি ...
নিঃস্ব কি তবু একাত্মতা ?
অন্তর যে খাঁটি ।
ক্ষমতার –ই দম্ভে যেদিন
মাতৃভাষার গলায় বেড়ি ...
গর্জে ছিল বঙ্গভাষী...
অমর একুশে ফেব্রুয়ারী।
ভাষার লাগি জীবন ত্যাজি
ভাষা – প্রেম একনিষ্ঠ ...
ধর্ম মোদের বড়ই আপন...
মাতৃভাষাই শ্রেষ্ঠ।