আমি হৃদয়ের অস্তিত্ব –কে যাচাই করি –
প্রান খোলা হাসি হাসতে পেরে ,
সুখের উপলব্ধি......
অনুতাপ – শূন্যতায় ।
আমি আমার সফলতা বিচার করি
মায়ের আক্ষেপহীন ভালবাসায় ,
প্রেমের গভীরতা ......
বিশ্বাসের মর্যাদায় ।
আমি অনেক না – পাওয়ার যন্ত্রণা ভুলি –
মূল্যবোধের বহনশীলতায় ,
স্বপ্ন – ভঙ্গের হতাশা ......
সৃষ্টি – সুখের উন্মাদনায় ।
আমি সীমার মাঝে -ও অসীম খুঁজি –
কল্পলোকের জোছনায়,
মুক্ত প্রানের দুয়ার ......
মানবতার প্রেরণায় ।।