মুঠো ভরা আশা, মৌন সার্থকতা,
টুটে গিয়ে- ও হয় না যে নিঃস্ব ।
এক ঢেউ আসে, আর এক শেষে
গতি –তে অবিচল বিশ্ব ।
অনিশ্চয়তার নাগপাশ ফুঁড়ে
সফল যখন সুপ্ত আশা,
শেষ হয়েও হয় না যে শেষ ,
নতুন আশা,ভিন্ন ভাষা।
বালুকনা যত নদীতে ভাসে,
সব – কি ওরা সাগরে মেশে ?
জীবন সদা আশা নিয়ে বাঁচে,
কখনও কাঁদে, কখনও হাসে ।
রজনীর আশা কেড়ে নেয় ভোর ,
আবার রজনী আসে ;
আশা –নিরাশার দোলায় দোলে,
প্রেম তবু চারিপাশে।
------------------------