মুক্ত করি মোহ যত ...
শুদ্ধ করি চিত্ত ...,
ভাসিয়ে তরী অচিন নীড়ে ...
মানব সেবায় নিত্য ...।
‘ শিব জ্ঞানে জীব সেবা’
মন্ত্রে যেদিন হলে স্নাত...
‘শিব –স্বরুপ’ গুরুর দিশায় ...
নারী-মুক্তি-ই পরম ব্রত ...।
গঙ্গাতীরের বাগবাজারে...
শিক্ষা বিস্তারের অঙ্গীকারে ...
জাগবে নারীর জ্ঞানের তৃষা ...
বাঁচবে নারী স্ব-অধিকারে ...।
পরাধীনতা আর ..কুসংস্কারে
রুদ্ধ যখন সবই আশা...
ছড়িয়ে দিলে জ্ঞানের আলো ...
বাঁধ সাধে নি ভিন্ন ভাষা ।
অন্তরাত্মার শুদ্ধ প্রকাশে
প্রদান করেছ নতুন দিশা...
প্রণমি তোমায়, শপথ গ্রহনে
জ্ঞানালোকই মুক্তির ভিসা ।