বৃষ্টি – ভেজা রাতে ,সেদিন যখন প্রানপনে  আঁকড়ে ধরেছিলি আমায় …
তোর কাঁটা- ঘেরা লোমশ শরীরটাকে সরিয়ে দিতে পারি নি আমি …
অপত্য স্নেহে  তোকে  কোলে তুলে নিয়েছিলাম … আশ্রয়  দিয়েছিলাম …।
কেমন আছিস তুই প্রজাপতি…? আমায় চিনতে পারছিস তুই…?
মনে পরে তোর শৈশবের  দিনগুলি …আমি  শিউলি – রে,শিউলি ...।  

তোর সেই ছোট্ট লোমশ শরীরের উষ্ণীষ আজও আমার দেহ –মন জুড়ে …
তোর আগমনের প্রতীক্ষা – ই আমার বেঁচে থাকার রসদ …।
মনে আছে আমার… রঙিন  ডানা  মেলে প্রথম যেদিন  উড়তে পারলি  তুই …
কুয়াশা – ঘেরা শরতের ভোরে …ফুল হয়ে  ঘাস –কে জড়িয়ে ধরেছিলাম
আনন্দে আত্ম –হারা হয়ে… বিজয়ের গৌরবের ছটায় আমি- ও তখন যে  রঙিন …।

রঙিন ডানা  মেলে আজ তুই উড়ে বেড়াস প্রান্ত থেকে প্রান্তরে …
আমি সুদূর পানে চেয়ে থাকি  …তোর-  ই  প্রতীক্ষায় …
ভাবি. … তোর সৌন্দর্যের দীপ্ততায় নিজেকে কবে করব উদ্ভাসিত …।
আমি নিশ্চিত …এ প্রতীক্ষার অবসান  ঘটবেই …
আবার যখন শরত আসবে …  হয়তো  তুই- ও আসবি সেদিন…।
             -----------------------------