প্রতিদানের প্রত্যাশাই গোপনে নগ্ন করেছিল -
আমার উদারতার সত্বাকে ...।
অভিনয়ের আস্তিনে সে নগ্নতা
ঢাকতে ছেয়েছিলাম...
হতাশার লেলিহান শিখা -ই
করল যে সব প্রকাশিত ...।
তোমায় ভালবাসার শপথে ...প্রত্যাশার
অস্ত্বিত্বকে স্বীকার না করলেই পারতাম ...।
তোমার ভালবাসায় ঋদ্ধ হব না জেনে -ও ...
ভালবাসার অধিকারকেই শুধু মর্যাদা দিতে পারতাম ...,
'ভালবাসা যে কোন লেনদেন নয়' - মান্যতা দিতে পারতাম...
হতাশার গ্লানিকে হয়ত এড়াতে পারতাম ...।।