উরি-তে রক্ত ঝরেছে...সীমান্তের ছায়াযুদ্ধ চায় সীমানা ছাড়াতে ,
সহিষ্ণুতার সীমারেখা পার হবে কিনা চিন্তিত সবে ..., না, না
অসহিষ্ণুতা চাই না,কিন্তু সীমান্তের ওপারেও যদি সহিষ্ণুতা থাকত ...,
পারমানবিক বোমার প্রতিটি পরমানু যদি সহিষ্ণু হত ...
হিংসার কালো মেঘ হয়ত মিশে যেত নীল আকাশের প্রান্তে ...।

জওয়ান মরেছে? আরও  জওয়ান  ভর্তি কর...
উরিতে ত শুধু জওয়ান -ই মরেছে ...
তুমি -আমি তো আজও অক্ষত ...।
কিন্তু সীমান্তের আগুন যখন সীমানা ছাড়ায় ...
অক্ষত যারা অক্ষত না রয় ...।

আমরা সত্যি -ই ভীত ...সহিষ্ণুতার বাঁধ কি তবে ভেঙ্গে যাবে ...
উরিতে তো শুধু জওয়ান -ই মরেছে তবে কেন ভাঙ্গে বাঁধ ...?
দেশ রক্ষার কর্মী ওঁরা ...দায় ত শুধু ওঁদের-ই ...
মৃত্যু-বরণে চুক্তিবদ্ধ ওঁরা ... গান -স্যালুটে ঋণশোধ ...,
পোশাকি -সম্প্রীতির আত্মসুখ ...না কি অনন্তের  এ দায়ভোগ...।

যুদ্ধ মানে রক্তস্নাত নির্ভীকতার আত্ম -বলিদান...
যুদ্ধ মানে স্বজন -হারার বুকফাটা কান্না...
যুদ্ধ মানে সহিষ্ণুতার সীমানা ছাড়িয়ে নিদারুন হাহাকার...
আমি তা জানি ......
'মহাভারতে' ভগবান শ্রী কৃষ্ণও তা জানতেন..কিন্তু ...। p.t.o

কত পথ পেরলে পথিক হওয়া যায় ...
কত রক্ত ঝরলে সহিষ্ণুতার বাঁধ ভেঙ্গে যায় ...
কত জওয়ানের কফিনবন্দিতে পোশাকি সম্প্রীতি অটুট থাকে...
কত 'একক' সহনশীলতায় ক্ষোভের প্রকাশ ঢেকে রাখা যায় ...
আমার জানা নেই...।।