পরিচয়পত্রে আমার যে প্রতিচ্ছবি প্রতিভাত...
সে আমার শরীরের - মনের নয় ।
আমার বয়স -ও ওতে উল্লিখিত ...
সে আমার দেহের সজীবতার -মনের নয়।
নাগরিকত্বের মোড়কে আমি যে ঘেরা...
সে শুধু শরীরকে সীমায় আবদ্ধ করেছে -মন-কে নয়।
আর আমার ধর্ম-বিশ্বাসের অবহিতকরন ...
সে শুধু আচারের -ই নয় -বিভেদকামিতার-ও ।
প্রতিচ্ছবির পাশে যদি লেখা থাকতো
মানবিকতার সূচক -সংখ্যা ...;
দেহের সজীবতার বয়সের পাশাপাশি
যদি লেখা হত -মনের তারুন্যতার বয়স ...;
নাগরিকত্বের তকমাটা যদি ভেঙে দিত সীমারেখার বেড়াজাল...;
ধর্মবিশ্বাসের স্বতন্ত্রতাকে রক্তচক্ষু না দেখিয়ে
যদি সব ধর্মের আচারগত সমন্বয় ঘটানো যেত ...;
বিশ্ব -মানবতার অখণ্ড আবাসন হয়ত গড়ে উঠত ...।