ক্লান্ত শরীর আশ্রয় খুঁজে নেয় তোমাতে ,
দ্বিধাহীন চিত্তে ,পরম নির্ভরতায় ... ,
অভিমান না প্রকাশের যন্ত্রণায়, কিম্বা
টুকরো সুখানুভুতির আবেশের মাঝে,
যখন আশ্রয় খুঁজে পাই তোমাতে,
মনে হয় -আছি মাতৃ- জঠরে।

স্বপ্নভঙ্গের বিষণ্ণতায় কিম্বা অব্যক্ত যন্ত্রণায় ,
রুদ্ধ আবেগ প্রকাশের ফাঁকে -
যখন তোমার বুকে মুখ লুকোই ...
আঁচল দিয়ে মুছিয়ে দাও দুচোখ ,
কাছে টেনে নেও - সহানুভুতির পরশ দিয়ে ...
প্রত্যয় জাগাও - প্রত্যুষকে আহ্বান করে ...।

প্রিয়তমার নিবিড় উষ্ণ আলিঙ্গনে
যখন আমি বাঁধন ছাড়া ...
গোপন সে তটে তুমি শুধুই দর্শক,
সাক্ষী হয়ে- ও সাক্ষ্য দেওনি কখনও,
আমার তৃপ্ততায় নিজেকে ভেবেছ তৃপ্ত,
কিন্তু আজীবন -ই তুমি যে রিক্ত!


পেঁজা তুলোয় জন্ম তোমার;
জন্ম হতেই শোষিত ,
নিরব অভিমানে থেকেছ নিথর ,
কেন মিছে বল তৃৃপ্ত?
তুমি যে আমার বন্ধু চিরদিন
কেমনে চুকাই  তোমার এ ঋণ... ।