চেনা পৃথিবী , অচেনা মানুষ ,
ধর্ম - বিশ্বাস - স্বাধীনতাহীন ।
চেনা পৃথিবী , অচেনা মানুষ ,
মানবতা --উদারতাহীন।

চারিদিকে যত বিভেদকামিতা ,
বারুদে মিশেছে মানবতা।
বিবেক যে আজ আশ্রয়হারা,
বিশ্ব -শান্তি হল মলিন।

হিংসা মিশেছে ধর্মের  সাথে ,
সন্ত্রাসকে কেউ ধর্ম মেনেছে।
নৈতিকতার পতন দেখেও-
মানুষ এখন -ও কেন নীরব  রয়েছে ?


সব ধর্মের- ই পতাকায়  লেখা
বিবাদ নয় -তো, -সহায়তা ,তবু
মায়ের চোখ যে   জলে ভরে আছে-
ধর্ম -স্রষ্টা -ও বিস্মিতা !

নিস্পাপ শরীরগুলো আজ কফিনবন্দি..
কেউ মোমবাতি মিছিলে ,কেউ দৃষ্টিহীন।
মানবতাহীন মানুষের মাঝে
বিশ্ব -শান্তি ঠিকানাহীন...!