গোপন অন্ধকারের আলোতে যখন তোমায় দেখেছিলাম...
অন্তরের দু -চোখ- ই মোহিত ছিল রঙিন স্বপ্নিলতায় ...;
কামনার অনুভুতির আলো তখন আমার দেহ - মন -জুড়ে ...
স্বপ্নের নিবিড় আবেশে- পেয়েছিলাম অসীম আলোর সন্ধান ...।
আভরণে সজ্জিত নিয়নের উজ্জল আলোতেও তোমায় দেখেছিলাম,
উত্তাল ঢেউ হয়ে আছড়ে পরতে চেয়েছিলাম তোমার হৃদয় -তটে ,
হৃদয়ের গোপন অনুভুতিকে প্রকাশ করতে চেয়েছিলাম...,পারি-নি,
তোমার ব্যক্তিত্বের শ্রান্ত আলোতে উদ্ভাসিত হয়েছিলাম।
জ্ঞানের আলো বিতরণের আলোক -ছটায় তোমায় দেখেছিলাম...
অজ্ঞানতার মেঘ সরিয়ে আলোর দিশারী ছিলে সেদিন...
শ্রদ্ধাবনত,একরাশ ভালবাসার অনুভুতির আলো তখন হৃদয় জুড়ে,
দূর থেকে সেলাম জানিয়েছিলাম...নিজেকে আলোকিত করে।