মেঘ হয়ে যখন ভেসে বেড়াই আকাশপানে,
দূ- উ - র থেকে তোমায় দেখি...তোমায় আঁকি ...,
তোমার তৃষিত হৃদয়ে বারি-রুপে ঝরব কবে...
প্রতীক্ষার এ উত্তেজনা আমায় উষ্ণ করে তোলে ...।
আমি জানি ,এ উষ্ণতায় আমার রুপান্তর ঘটবে..
.আমার স্বপ্ন-কে ভেঙে খান খান করে দেবে...,তবু-ও ...
আমার প্রতিটি অণুতে -ই যে তোমার -ই অনুরণন...
আমার প্রতিটি পরমাণু যে তোমাতে- ই মিশতে চায়...।
কামনার আগুনে তপ্ত তোমার আকুতির ধ্বনি
আমার চারিপাশ জুড়ে ......
তোমার গোপন অনুভুতি টেলিপ্যাথি হয়ে
আমার অনুভবে মিশে যায় ...।
মনে হয়,তখন - ই ছুটে যাই তোমার কাছে ...
আলিঙ্গন করি তোমার অন্তরাত্মার উষ্ণীষকে ...
ঠিক তখন -ই...'দমকা হাওয়া' সিপাহী সেজে
আমায় তাড়িয়ে নিয়ে যায় --অনেক দূ- উ - রে ...।