স্বাধীনতা মোর দু-হাত ভরে-ই -
পায়ে কেন যে বেড়ি?
সীমারেখা কাঁটাতারে ঘেরা -
পার হতে নাহি পারি।
স্বাধীনতা মোর দু-হাত ভরে-ই -
ভাবনাতেও কেন যে বেড়ি?
শাসকের 'ভাবে'-ই ভাবতে যে হবে
'শোষিত মোরা' বলতে নাহি পারি।
স্বাধীনতা মোর দু-হাত ভরে-ই -
ধর্মবিশ্বাসে কেন যে বেড়ি?
ধর্ম -শিক্ষক চাইছে শেখাতে -
'মানবতার সাথে আড়ি' ।
স্বাধীনতা মোর দু-হাত ভরে-ই
বাঁচার অধিকারে -ও বেড়ি ?
বাঁচব কদিন- জানে তো ঐ সন্ত্রাসীরা,
বল তো -স্বাধীনতা নিয়ে কি করি?