ভোরের মেঘলা আকাশকে রাত ভাবার -ই কথা ছিল,
কিন্তু ভাবি -নি আমি তা কখনও ।
আবছা অন্ধকারকে দুমড়ে ,মাড়িয়ে
এগিয়ে যাওয়ার প্রত্যয় হয়ত ছিল।
কিন্তু, সূর্যের -ই তাড়া ছিল না - আলো দেবার ,
মেঘ তাড়াতেই দুপুর গড়িয়ে এল।
অজানা পথে চলতে চলতে
হয়েছি যে ক্ষত -বিক্ষত ...;
স্বপ্নগুলো যখন ভেঙ্গে খান খান হল -
আর এক নতুন স্বপ্নের জাল বুনে এগিয়ে গেছি...
বিষণ্ণ হয়েও হই নি অবসন্ন,
ব্যর্থ হয়েও হই নি পরাজিত।
মেঘ কি পারে ঢেকে রাখতে সূর্যকে ,সারাবেলা...
ও কখনও হবে-ই ক্লান্ত...।
হোক না পড়ন্ত বিকেলের সৌম্য দীপ্ততা ...
হোক না শ্রান্ত সূর্যের নির্বিষ তেজস্বীতা...
আমি তো হব -ই আমাতে উজ্জ্বল,
আমি যে হব-ই প্রকাশিত।