ওঠো,জাগো,-জাগো এ নতুন প্রভাতে ,
পাখির কলরব -এ ধ্বনিত তোমার চারিধার,
শিশিরে ভেজা শেফালী তোমায় বরণের প্রতীক্ষায় ,
শান্ত শীতল পবন উদগ্রীব তোমার পরশ পেতে ,
তমসা ছাড়িয়ে উজ্জ্বল নীলাকাশ চাইছে তোমায় দেখতে ,
জেগে ওঠো - শিশু -রবি-র কিরণ গায়ে মেখে ...।
জেগে ওঠো , স্বপ্ন - সাকারের দৃঢ় প্রত্যয় নিয়ে... ,
শুদ্ধ অন্তরের ভালবাসায় ভরিয়ে দেবে - প্রতিশ্রুতি দিয়ে ,
সীমারেখার বেড়া ভেঙে একটাই বিশ্ব - সমাজ গড়বে বলে ...,
ধর্ম - বিশ্বাসে ''উদারতা''কে আবার মেশাবে বলে ...,
ওঠো , জাগো ,সভ্যতার বিবর্তনে সামিল হতে ...
বিশ্ব- শান্তির প্রার্থনা সভা তোমার -ই প্রতীক্ষায় ...।।