প্রভাতী সূর্যের চাহনিতে আমাকে দীপ্ত করেছিলে ,
মুগ্ধতায় ভরিয়ে দিয়ে,স্বপ্ন পূরণের প্রত্যাশায়।
মধ্য সূর্যের চাহনিতে যে দেখি বিদায়ের বিষণ্ণতা,
স্বপ্ন -হত্যার বিবেক দংশনে,নাকি হতাশায় ?
নতুন আলোকে ভরিয়ে দেবার দায় ছিল তোমার
নাতিদীর্ঘ বন্ধুর পথে ধকল -ও ছিল ।
ধকল ছিল যত না আলো দেবার -
তত অন্ধকারকে সইবার , অন্ধকারকে বইবার।
এত আলো তোমার, আছে স্বপ্ন পূরণের অঙ্গীকার,
অভাব কি শুধু প্রত্যয়ের না মুখোশ ছাড়া সততার?
আলোক দেবার -ই কথা তোমার,
অন্ধকারকে মাড়িয়ে দিও - উন্নয়নের ছটায় ।
এসেছ -ই যখন এ মহৎ কাজে
অন্ধকারের তোষণে -ও থেকো বজ্রকঠিন ।
শপথ নিও প্রতিবাদীকে -ও ভালোবাসার ,
মুখোশের আড়ালে নয় - মুখোমুখি ।