তোমার দু -চোখে -ই ছিল
               উপাসনা  মন্দিরের স্নিগ্ধ সৌম্যতা,
               ওরা তা দেখতে চায় নি ।

               দ্বিধাহীন চিত্তে স্বপ্নকে সাকার করার
               অধিকার- তো তোমার ছিল - ই ,
               ওরা তা স্বীকার করে -নি।

               বিষময় কামুক চাহনি-তে শোষিত হয়েও
               তোমার ভরসা ছিল শালীনতার সীমাবদ্ধতায়,
               ওরা যে দীক্ষিত বর্বরতায়।

               হিংস্র শরীরগুলো যখন পাশবিক ছিল
               আকুতির আর্ত নিনাদে - ও জাগে নি ওরা,
               ওরা যে মানুষ - রুপে মৃত !
                         ---------------------