তুচ্ছতার আতরে আমাকে ভেজাতে চেয়েছিলে-
সে আতর দিয়ে 'দৃঢ় -সঙ্কল্পতাকে' সুবাসিত করেছি।
তাচ্ছিল্লের বেসুরো গান শোনাতে চেয়েছিলে -
সে গান অনুপ্রেরণার সুরে রুপান্তর করেছি।
সমালোচনার তীরে বিদ্ধ করতে চেয়েছিলে -
সে তীর আমি 'উপদেশের মালা' রুপে গ্রহন করেছি।
বন্ধু তো সে - ই, যে ভুলের সন্ধান দেবে...,
শিক্ষক- ও সে -ই, যে আলোর দিশারী রবে।
সার্থকতায় ভরে ওঠে যদি সৃষ্টি সুখের উল্লাস -
বন্ধু,আশা রাখি,তুমি -ও হবে তার অংশীদার ।।
----------------------