যতই রঙ দিয়ে সাজি না কেন
বিবর্ণই লাগে …
বেঁচে আছি কোনক্রমে …
জীর্ণতম সমাধির ভাঙা ইঁটে
পরগাছা হয়ে …
দাঁড়িয়েই আছি
ঘুণেধরা ফোঁপরা বাঁশের খুঁটি সেজে …
রক্তাক্ত যুগ সমুত্তীর্ণ করে
স্বাধীনতার সীলমোহর
অর্জন করেছিলাম …
ভেবেছিলাম , খুঁজে পাবো
আলোর বাটি …
হ্যাঁ পেয়েছি আলো ,তবে
মোমের আলো …
ওতে কি আর সালোকসংশ্লেষ হয় …?
প্রতীক্ষিত দিনের আলো না পেয়েও …
ঔজ্জ্বল্যহীন শূন্যতার মাঝে
প্রতিদিন শুধু প্রতীক্ষাই করেছি …
কবে আসবে বাস্তবিক ভোর …
কখন পাবো সূর্যের আলো …
সবাই মিলে একসাথে ....একভাবে …
পঁচাত্তর বছর ধরে শুধু প্রতীক্ষাই করেছি …।