মাঝমাঠ থেকে বল নিয়ে গিয়ে পেনাল্টি বক্সে
ঢোকার আগেই অন্যকে পাস দিয়ে এসেছ চিরদিন...
কোনদিনও গোল করার ঝুঁকি নিতে পারনি,.
’কৃতিত্বের গৌরব’ বা ‘ ব্যর্থতার দায়’
কোনটাই স্পর্শ করার সাহস হয় নি তোমার ...
দলে থাকতেই শুধু চেয়েছ ...।
পর্দা সরিয়ে তুমি বিপ্লবের পরিস্থিতি যাচাই করতে চিরদিন.....
আর ভাবতে, আরও সবাই সামিল হোক , তারপর আমি ..।
.স্বপ্নাদির প্রতি বর্বরোচিত আক্রমনের বিরুদ্ধে লড়াইতেও
‘ প্রতিবাদের মুখ’তোমাকেই করতে চেয়েছিল সবাই...
বলেছিলে-‘ তোমরা এগোও... আমি আসছি...’ , অসুস্থতার ভান করেছিলে.. পেনাল্টি বক্সে ঢুকতেও চাওনি।
কিন্তু আজ যে পেনাল্টিবক্সে একাই বল নিয়ে ঢুকে
পরেছ তুমি...,সামনে শুধু গোলকিপার ...
তোমার গোলের প্রতীক্ষায় লাখ চোখ পলকহীন ...,
সকলের প্রত্যাশা পূরণের নির্ণায়ক আজ যে শুধু তুমি-ই...।
’কৃতিত্বের গৌরব’ বা ‘ ব্যর্থতার দায়’ সবই শুধু তোমার ...
আজ আর তোমার এড়িয়ে যাবার উপায় নেই ...।।