জীবিকার অনিশ্চয়তার   ক্রমবর্ধমান কালো মেঘ...
অভাবের কথা মুখফুটে  বলতেও পারি নে..
অস্তিত্বের নাবিকী সংকেত  !
অযাচিত অনুদান প্রাপ্তিতে  বনসাই সন্তুষ্টি,
ভুলে গেছি..   জীবনের স্বপ্নটাই বা কি ছিল!
বিবর্তনের পথে পরবর্তী রূপ হয়ত-- পরজীবী প্রাণী।

  ধর্মীয় ভাবাবেগের অনিয়ন্ত্রিত প্রসারণ
তাই হয়ত সাম্প্রদায়িক চেতনার স্ফূরণ!
ওদিকে  মূল,কান্ড,পাতা সব  জুড়েই অনৈতিকতা..
অনৈতিকতার প্রসারে চারিদিকে আবার কত যে পৃষ্ঠপোষক!
দম আটকে আসে ...বিশৃঙ্খল শতাব্দীর ভবিষ্যৎ ভেবে,
দূর্ভেদ্য সময়ের অন্ধকার  ঠেলে বের হই কিভাবে !

একেকবার ভাবি...  চল্ না  সবাই মিলে আলো খুঁজি..
চল্ না  অস্তিত্বকে কোমা থেকে টেনে তুলি. ‌‌।
পারি  না ! কোটরে মুখ গুঁজি..  নিরীহ  জীব বলে কথা!
জানি না কবে কাটবে দ্বিধা-দ্বন্দ্ব !
তবে কোনদিন হয়ত ভাবতে বসবো..
আমরা যদি চেষ্টা করতাম
প্রতিবাদের আগুন জ্বালাতে....
অস্তিত্বকে স্বীকৃতি দিতে ....!!
৫.৭.২০২৩