জীব বদলে যায়ই
এমনকি জড়-ও …
সময়ও বদলে যায়
শুধু বদলায় না সত্য।
সময়ের সাথে বদলে যায় মানুষ
কখনও অহংকারে কখনও অবহেলায়...
রূপ ,মাত্রাও বদলে যায়
বদলায় না শুধু স্মৃতি।
জীবন দর্শন বদলে যায়
সম্পর্কও কখনও বদলায়.…
বদলায় না চরিত্র
রয়ে যায় মুখোশের আড়ালে ।
মোহেরও রূপ বদলে যায়
চেতনাকে সে-ই জাগ্ৰত করে...
চেতনার এই জাগরণই জীবনকে আলোকিত করে....
নিয়ে যায়....শাশ্বত রাত্রি থেকে অনন্ত রৌদ্রের দিকে.... ।।