রোমান্সের নীল ঘোড়ায় ছুটতে ছুটতে ...
রাত্রির অন্ধকারে আমি স্পর্শ করেছি তোমার আগুন ...।
অঙ্গের ভাঁজে ভাঁজে যত জাদু ছিল ...জানতাম না তার এত আলো ...
জীবনের মুগ্ধতার রেশ এখনও জেগে আছে শরীরে ...।
কিন্তু ,আমি জানি , আর কিছুক্ষণ পরেই -
মেঘেদের অতন্দ্র পাহারাকে ফাঁকি দিয়ে
একমুঠো সূর্যকিরণ জানালায় কড়া নাড়বে ...।
জানিয়ে দেবে, সকাল হয়েছে যে ...এবার ওঠো ,
তৈরি হও ... জীবন যুদ্ধের অন্য লড়াইয়ে সামিল হও ...।
আমি জানি , মুহূর্তে মিলিয়ে যাবে , মুগ্ধতার চিহ্ন যত ...
ক্ষুধার অন্ন সংগ্রহের অনিশ্চয়তায় জ্বলে উঠবে অন্য আগুন ...।
জানি না, কবে যে তোমায় সুপ্রভাত জানাতে পারব , হে সূর্যকিরণ ...
কবে থেকে যে রাতের আলোর মুগ্ধতার রেশ
জিইয়ে রাখতে পারব , দিনের আলোর গভীরে ...।।