ইতিহাসহীন সময় চাই না বলেই নববর্ষের আগমন..
প্রতিটি নববর্ষে র প্রাগমূহুর্তে চলে....
জীবনের ঘটনার ক্রোনোলজি স্মৃতিচারণ...
স্বপ্নের ক্রোনোলজির বিশ্লেষণ...
আরও আছে- ...ভাঙা স্বপ্নের পুনর্নির্মাণ,
নতুন স্বপ্নের নির্মাণ...সঙ্কল্পের সূচনা।
সময়ের পারে এসে,
বালিতে ছড়ানো জ্যোৎস্নায়
খুঁজে বেড়াই বিচূর্ণ হৃদয়ের ভগ্নাবশেষ...;
এখানেও অন্বেষণ সেই বহুমাত্রিক...
সে-ই- জীবনের চাওয়া ও না -পাওয়ার দ্বন্দ্ব...
অফুরন্ত রোদেও অন্ধকার খুঁজে বেড়াবার অভ্যেস....
নতুবা, সম্পর্কে র বিবর্তনের ইতিহাস পর্যালোচনা...
আর এই গন্ধ নিতে নিতে ই সময় বয়ে যায়....।
হয়ত এভাবেই চলে জীবনের অনুসন্ধান...
এভাবেই চলে জীবনের মানে খুঁজে নেওয়া..
কোন এক নববর্ষে হয়ত সত্যিই খুঁজে পাব....
প্রতিটি নববর্ষ তাই আশা জাগায়...।
------------------
১ লা বৈশাখ ,১৪২৮