তোর মনের ভিতর জমাট অন্ধকার...
কাছে থেকেও যেন রয়েছিস দূরে ,
স্মৃতিগুলো ও তো উসকাতে পারিস...
আমার সব স্বপ্ন যে তোকেই ঘিরে।
ঝঞ্ঝা ঘনায় মনের গহীনে
প্রেমের ভবিষ্যতে হা হুতাশ।
কিন্তু,বিশ্বাস যেথা বজ্র কঠিন
মেঘ মুক্ত নীল আকাশ।
ভালোবাসিস জানি,
তাই অভিমান তোর অধিকার।
ভালোবাসার আশ্রয় হারাতে চাই নে যে ,
ক্ষমাশীল হই বারবার।
আবেগের সাথে প্রেমের মিতালি
যুক্তি সেখানে ব্রাত্য,
রাগ -অভিমান হোক অবচিত
অনুরাগ থাক নিত্য।।