মন  সর্বদাই  অশান্ত,
কি জানি,
মুক্তির পথ- ই হয়ত ভ্রান্ত।

কামনারই নেই ক্লান্তি,
হায় রে,
বৃথা  খুঁজি শান্তি।

যতবার  যাই যাচি
ভাবি,
না পেলে কি করে যে বাঁচি।

যতই পাই,মেটে নাকো আশ
লীলা চলবেই,
যতক্ষণ   আছে  শ্বাস ।।

১৭.৬.২০২১