অজস্র আমির মাঝে দাঁড়িয়ে আছি আমি..
জীবনের গ্ৰাউন্ডফ্লোরে স্যাঁতসেঁতে অন্ধকার...
জীবনের ট্রপোপজ প্রাণ বায়ুর খোঁজে চঞ্চল...
টাকা না আদর্শ,ক্ষমতায়ন না নিরীহ আনুগত্য.
অন্তরাত্মা র ডাকে সাড়া না রক্তচক্ষু নির্দেশ...
যুক্তি হারিয়ে ...সিদ্ধান্তগ্ৰহনের মাধ্যম এখন টস্ ;
ফুরোবার আগেই ফুরিয়ে গেছি...
বেঁচে আছি চরম অনিশ্চয়তায়...
তবে ধনাত্মক দিক এখনও অবশিষ্ট একটাই ..
দাসত্বের কাছে আত্মসমর্পণ করেও
আমিত্বের অহংকারকে এখনও বাঁচিয়ে রেখেছি..
অজস্র আমির পাশে তাই আজও দাঁড়িয়ে আছি....।