জীবনের কটা ঘটনাকে আর ক্যামেরা বন্দী করতে পেরেছ....
মনের স্টোরে যে রিজার্ভার তারও জি.বি বাড়াতে পেরেছ কি?
প্রযুক্তির উন্নয়ন ই তোমার একমাত্র আশার আলো..
'সময়'ও অতন্দ্র প্রহরী রূপে তাঁকে বরণ করে নেয়...।
ঠিক আছে, প্রযুক্তির উন্নয়ন আরও গতি শীল হোক...
প্রযুক্তির উন্নয়ন সভ্যতাকে আরও দ্রুত এগিয়ে নিয়ে চলুক....।
আর সময়ও এগিয়ে চলুক তাঁর আপন গতিতে আপন কক্ষপথে..।
কিন্ত...কখনও ওর ওপর রাগ হয়..."তুমি তো বাপু কতকাল ধরে বয়ে চলেছ..
সব ঘটনার,সকল অনুভূতির সাক্ষী তুমি... তুমি একটু মনে করাতে পার না?
কখনও কখনও তো মনে মনে বলেই ফেলি-- "সময়,তুমি তো খুব যান্ত্রিক ...!"
মাঝে মাঝে মন যখন চঞ্চল হয়ে ওঠে,দুঃখে কাতর হয়ে বসেই থাকি...
আবার কখনও মনে হয় অতীত মুছে ফেলি -সেটাই হবে পেশাদারিত্ব...।
আচ্ছা, সময়কে কখনও দুঃখে বিমূঢ় হয়ে বসে থাকতে দেখেছ?.
প্রগতির সার্বিক উন্নতিতে , আনন্দের আবেগে উদ্বেলিত হয়ে
'সময়'কে কোথাও গিয়ে ক'দিন হলিডে মানাচ্ছে , দেখেছ ? না তা দেখো নি ....
আসলে, সময়কে তুমি যতই যান্ত্রিক বল নতুবা আবেগহীন বল..
,সময় কিন্ত্ত এগিয়েই চলে কিন্তু যে তার অতীতকে কখনো হারিয়ে যেতে দেয় না...
অতীতকে কখনো সে হয়ত লুকিয়ে রাখে , তবে অতীতকে কখনো হারায় না ..
আর এটাও তুমি লক্ষ্য করো,, মন থেকে যদি কোনদিন কোন স্মৃতিকে
সত্যিই তুমি খুঁজে পেতে চাও.... একমাত্র 'সময়'ই তোমায় তা খুঁজে দেবে ..।
এরপরেও কী তুমি সময়কে আর আবেগবর্জিত,যান্ত্রিক বলবে?