অর্থ,বৈভবের অহংকার অনেকটাই
জলের অহংকারের মতো......
জলের অহংকার তো ঢেউ,তাই না...
দেখো ,সে তো নিমেষেই ভেঙে যায় !
কিন্তু , স্থলের অহংকার হল পাহাড় ....
সে যে দীর্ঘ বিরাজমান . . ।
তোমার অহংকার হোক মানবতার ...
দেখ ,চারভাগ পৃথিবীর একভাগেই
তো মানুষ থাকে.. বাকি তিনভাগ --
শুধু জল. আর জল ......।