কত কাল ধরে বইছো পতাকা
    আলোকবর্তিকার শপথে ।
কত শত কুঁড়ি ফুটেছে সকলে
    তব জ্ঞান – শিশিরের পরশে।

কত না তরীর বৈঠা ধরেছ
    পৌঁছে  দিয়েছ  তীরে  ।
সময়ের স্রোতে দিবসের ক্ষয়
    শুধু স্মৃতি রয় থরে থরে।

দ্বিধাহীন তব  কর্মনিষ্ঠা ,
   প্রচারবিমুখ, অলসতাহীন।
মানবতাময় কোমল হৃদয়
   স্মৃতি জেগে রবে চিরদিন ।

অভিমান যত আড়াল করেছ
   হাসি দিয়ে ঢেকেছ বেদনা।
আজ-ও যেন তুমি হাসিমুখে যেও
    বিদায়ের দিনে  কেঁদো না।

দিগন্তের পথ এখনও যে বাকি
    ওগো পথিক,তুমি থেমো না ।
থেকো , সৃষ্টি সুখের উল্লাসে
    সুখস্মৃতি  হোক তব প্রেরণা ।।