জানিস দিদি, প্রতিটি নতুন সকালে,
শিশু রবি’র কিরণ গায়ে মেখে ...
শিশিরে সিক্ত ফুলের স্পর্শ পেতে ইচ্ছে করে আমার ...
মনে হয়,এক ছুটে বাগানের পাখিদের সাথে খেলা করি ...
আর ঠিক তখন-ই ওঁরা আমার পিঠে, দশ কেজির
বোঝা চাপিয়ে দেয় ... স্কুলের পথে ...।
পড়ন্ত বিকেলে, প্রতিদিন যখন ভাবি ...আজ খেলব-ই আমি ...
তখন –ও ওঁরা আবার বোঝা চাপায় আমার পিঠে..টিউশনের পথে...।
জানিস দিদি, প্রতিদিন-ই আমার ইচ্ছেগুলোর মৃত্যু ঘটে ...
আর ,এই মৃত্যু- যন্ত্রণায় হতাশার প্রকাশকে কি অবাধ্যতা বলে ?