বিশ্বাস করুন ...আমি আজ শুধু
এই মালাটি কেনার জন্যেই বেড়িয়েছিলাম ...
হ্যাঁ ,লকডাউনের নিয়মকানুন আমার জানা ...
কিন্তু ,কি করি ...আজ যে পঁচিশে বৈশাখ!
আমি জানি, ঐ ওরা বলে উঠবে ...
“আদিখ্যেতা! বাড়াবাড়ী! বাঙালী তো !
শুনতে পাচ্ছ না বিশ্বব্যাপী হাহাকার ...
অনুজীবের আঘাতে ত্রস্ত, অসহায়ের আর্তি ...
ক্ষুধার আঘাতে পঙ্গু মানুষের কান্না ...তাহলে,
এই দুঃসময়ে , আবার কিসের জন্মোৎসব !”
আমি জানি, ওরা এ-ও বলে উঠবে ...
“ রবীন্দ্রনাথকে তুমি কতটুকু জেনেছ ভাই?
এখনও পর্যন্ত তাঁর সৃষ্টি নিয়ে কতখানি
সমালোচনা করতে পেরেছো তুমি ?
তিনি কি আজও এতখানি প্রাসঙ্গিক যে
তাঁর স্মরনে উৎসব করতে হবে ‘’?
না গো না , অতশত বুঝি না ! শুধু জানি ...
রাতদিন সাতদিন তিনিই আছেন হৃদয় জুড়ে...
তাঁরে স্পর্শ করি প্রতিদিন আমি, অনুভবে …
‘উপলব্ধি করি সর্ব দেহে মনে …
তাঁরে আমি খুঁজে বেড়াই দুঃখ,সুখে …
অভিমানে,অনুভবে ...বিরহ ও প্রেমের গানে।
না গো না , অতশত বুঝি না ! শুধু জানি ...
অহঙ্কার দিয়ে গ্লানি ঢাকা যায় না ...
পর্ণ কুটিরের দৈন্যতাও অলঙ্কারে যায় না ঢাকা …
ক্ষুদ্রতা্কে আড়াল না করে তাঁর আরাধনাতেই পাব চেতনা … ।
তাঁর কাছে নতজানু হতে তো নেই লাজ ...তাই তো
ছুটে যাই তাঁর সৃষ্টিতে বারে বারে, প্রেরণার তরে ।
তাই হে প্রানের ঠাকুর … মিনতি তব চরণে…
স্মরণের ভার বইবার শক্তিটুকু দিও … তবেই
সঙ্কটের বাস্তবতায় হব না ম্রিয়মান
আপনা মাঝে শক্তি ধরি নিজেরেই করবো জয় ...।
@ কপিরাইট। প্রবীর দে , ৮.৫.২০২০