নিঃসঙ্গ নও তুমি...
সুখ -দুঃখ,আশা-নিরাশা, অভিমান,
জীব-প্রেমের অনুভূতি তোমার চির সঙ্গী।
কে বলে  নিঃসঙ্গ তুমি?

গ্ৰহরাও কখনও নিঃসঙ্গ নয়,
চাঁদও নয়  ,
সূর্যের আলোক রশ্মি  প্রতিদিন
কপালে চুম্বন আঁকে...
ভালোবেসে সঙ্গী হয়,
প্রতিদানহীন সে ভালোবাসা চিরন্তন।

সূর্য অবশ্য  একাকীত্বের অনুভুতি চায় কখনও .
তবে সে নিঃসঙ্গ নয় কদাপি।
মেঘেদের সাথে অভিমান করে  
কখনও ম্লান মুখে থাকে ঠিকই.
ক্ষণিক পরেই সব অভিমান গায়েব,....
দায়বদ্ধতার অনুভব তাঁর নিঃসঙ্গতা তাড়ায়।

  আমাকেও কখনও একাকীত্ব গ্ৰাস করে...
কখনও হয়ত সাময়িক একাকীত্ব খুঁজে বেড়াই...
একাকীত্বের চাহিদা তো  আত্মদর্শন, কল্পনা ,চিন্তনের...
আত্মদর্শন,আত্মবিশ্লেষণের অনুভবও সঙ্গী তখন...
আমিও নিঃসঙ্গ নই!!