নিঃশর্ততাই নাকি
নির্মল ভালোবাসার শর্ত ।
কিন্তু, ভালোবাসায় কোন না কোন
প্রত্যাশার শর্ত থেকেই যায়.....
যতই কামমুক্ত,মোহমুক্ত বলি না কেন
পূর্ণতার প্রত্যাশা কি থেকেই যায়...?
হ্যা, রবি ঠাকুর বলেছেন ...
'সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না'....
'প্রেমে সুখ-দুঃখ ভুলে তবেই সুখ পায়।’
নিঃশর্ততা হয়ত তখনই সম্ভব
মানুষ নিজেই যখন ভালোবাসা হয়ে ওঠে ....
অন্যজন তাঁকে ভালোবাসল কিনা,
এমন দ্বন্দ্ব তার মনে আসেই না....
ভালোবাসাই তাই টিকে থাকার জিয়ন-কাঠি!