নাদ ব্রহ্ম
প্রবীর দে
মিথ্যে অহংকারের চশমা পরে...
ঔদ্ধত্যের ঢাকনা দেওয়া তার কাটার কাতুরি নিয়ে...
বসে ছিলে ওৎ পেতে.... তাই তো?
তুমি তো দেখছি এখনও সেকেলে ই রয়ে গেলে...
বন্ধু,এখন যে ব্লুটুথ টেকনোলজির যুগ...
তার কেটে দিয়ে কি হৃদয়ের শব্দ প্রকাশকে রোখা যায় ?
নাদ যে ব্রহ্ম ...অন্তরের অন্তস্থল থেকে উৎসারিত
শ্রদ্ধার আহুতির নাদ কে কি দাবিয়ে রাখা যায়?
যাক্,এখন এক কাজ কর সৌজন্যের শুদ্ধ জল দিয়ে চোখ ধোও...
হ্যাঁ, এবার চোখ মেলো.... দেখ,ঐ যে বিজয় কেতন উড়ছে...
ভালোবাসা,নিষ্ঠা,বিনয়,সততা একাত্মতা সবাই যে জয়ী আজ...।
জান তো, ঐ বিজয় পতাকায় আমি তোমার নামটাও লিখে দিয়েছি...
শোন , আজ থেকে তুমিও তাহলে আমাদেরই মত...এবার তাহলে
ঔদ্ধত্যের ঢাকনা দেওয়া তার কাটার কাতুরি টাকে বিদায় দাও রে ভাই!
24.2.2020