জীর্ণ পাতারা যায় উড়ে যায় যাক
দিকে দিকে শুধু নূতনের ডাক।
মুখরিত চারিদিক নতুনের সুরে
মধুর দহন হৃদয় জুড়ে ।
যাক মুছে যাক হতাশার কালো
নব দৃষ্টিতে আশার আলো ।
হিংসা - বিবাদ যাক ঘুচে যাক
বাজুক শুধু মিলনের জয়ঢাক।
নববর্ষের এই নতুন প্রভাত
ঘোচায় যেন সকল তফাত।